উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান সম্বলিত পর্যটন মন্ত্রীর পুস্তক প্রকাশ

সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে জেলার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি তুলে ধরে পুস্তক প্রকাশ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিনের এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন পতিমন্ত্রী গোলাম রাব্বানী, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী, ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া সহ প্রমুখ। সেই পুস্তকে স্থান পেয়েছে ইসলামপুরের সাপনিকলা ফরেস্ট, রায়গঞ্জের কুলিক পক্ষীরালয় সহ ঐতিহ্যবাহী বিভিন্ন রাজা ও জমিদার বাড়ি। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের মিটিং হল বিবেকানন্দ সভা গৃহে। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী এবং বিধায়ক পুস্তকটি উন্মোচিত করেন। তারপর অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে একটি করে পুস্তক তুলে দেওয়া হয়। 

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন, জেলার বিভিন্ন পর্যটন এবং দর্শনীয় স্থান গুলিকে ছবি সহ তার বিবরণ এই পুস্তকে দেখানো হয়েছে। কুলিক পক্ষীরালয়কে জেলার মূল পর্যটন স্থান হিসেবে ধরা হয়েছে। তার পাশাপাশি কুলিক পক্ষীরালয়ে ঘুরতে এসে পর্যটকরা যাতে জেলার আরো বিভিন্ন স্থান গুলিতেও ঘুরতে পারে, তাই ইসলামপুরের সাপ নিকলা ফরেস্ট টিকেও পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে। ফল স্বরূপ জেলাশাসক সাপনিকলা ফরেস্টের জন্য সাত কোটি টাকার প্রজেক্টও তৈরি করে ফেলেছেন।